ফের করোনার থাবা বিধাননগর পুরনিগম এলাকায়। সম্প্রতি মোট ২৪ জন করোনায় আক্রান্ত হন বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৮ জন। রিপোর্ট আসার পর নড়েচড়ে বসল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই খবর পেতেই মূলত বিধাননগর এলাকাকে তিন ভাগে ভাগ করা হল- পিংক, ব্ল্যাক ও গ্রিন জোন। প্রথম ভাগে যে এলাকায় ১০ জনের বেশি আক্রান্ত হবে, সেই এলাকা পিঙ্ক জোন, ৫ জন পর্যন্ত আক্রান্ত হলে ব্ল্যাক জোন এবং ২ জন পর্যন্ত গ্রিন জোন এলাকা। যে সমস্ত এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, সেই এলাকাগুলিতে কোনও রকম জমায়েত যাতে না হয়, পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হবে ও সচেতন করা হবে।
অন্যদিকে, গত চার-পাঁচদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছিল, করোনার সংক্রমণ রাজ্যে কমের দিকেই। যেমন ২০ মে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪২। ২১ মে তা কমে হয় ৩২। ২২ তারিখে তা সামান্য বেড়ে ৩৫ হলেও ২৩ তারিখে কমে হয় ৩১। কিন্তু মঙ্গলবার তা অনেকটাই কমে হয় ২৫। যদিও সেই সংখ্যা বুধবার ফের বেড়ে গেল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৪২। অবশ্য সুস্থতার সংখ্যা একটু বেশিই, ৪৪। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৪৪ শতাংশ। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৮। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৪৩ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন।