সপ্তাহের শুরুতে দেশের করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি মিললেও ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। পাশপাশি ঊর্ধ্বমুখী মৃত্যুসংখ্যাও। অন্যদিকে কোভিড আতঙ্কের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট BA.4, BA.5, মাঙ্কিপক্স, টম্যাটো ফ্লু। বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ০৪১ জন। যা বৃহস্পতিবার ছিল ৩ হাজার ৭১২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। বৃহস্পতিবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৫। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৬৫১ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৬৩ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৭৫৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৭৭ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৩ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ।