দেশে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের ঊর্ধ্বমুখী করোনা। ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮,৩২৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৮১ জন। মুম্বইয়ের করোনা গ্রাফও রীতিমতো চিন্তার মতো। একদিনে সেখানে আক্রান্ত প্রায় ২০০০। বেড়েছে হাসপাতালে ভরতির হারও। সব মিলিয়ে তিন মাসে সর্বোচ্চ দেশের করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেস ছাড়াল ৪০ হাজার।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের শুরুতেই দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১৮ হাজারের আশপাশে, কিন্তু সেখানে মাত্র ১১ দিনের মধ্যেই তা ছাড়াল ৪০ হাজারের গণ্ডি। করোনা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রেও।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, ভারতে একদিনে করোনায় মৃত ১০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৩৭০। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.০৯ শতাংশ।
তবে সুস্থতার হারেও আশার আলো। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৯২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। সংক্রমণ মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৪৪ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
করোনার প্রকোপ বৃদ্ধিতে সতর্ক থাকার ও করোনা বিধি মেনে চলার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।