চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে। লাগাতার ঊর্ধ্বমুখী সংক্রমণ থাকার পর কিছুটা স্বস্তি দেশের করোনা সংক্রমণে। ১৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। সেখানে সপ্তাহের শুরুর করোনা গ্রাফ নিম্নমুখী। মঙ্গলবারও সেই ধারা বজায় রেখেছে। পাশাপাশি কিছুটা নিম্নমুখী মৃত্যুসংখ্যা। যা খুবই সামান্য। অন্যদিকে ভয় ধরাচ্ছে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা। হু হু করে বেড়ে চলেছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯২৩ জন। যা সোমবার ছিল ১২ হাজার ৭৮১ জন। যা গতকালের তুলনায় কম। একদিনে মৃত্যু হয়েছে ১৭ জনের। সোমবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ১৮। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৮৯০ জন।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৯৩জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১৯৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৩১৩ জন। দেশে অ্যাকটিভ কেসের ০.১৮ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২.৫৫ শতাংশে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৬ কোটি ৩২ লক্ষের বেশি ডোজ। গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিনের ডোজ পেয়েছেন ১৩ লক্ষ ০২৪ জন।