করোনায় মৃত্যুর ঘটনা কিছুতেই এড়ানো যাচ্ছে না। বৃহস্পতিবারও করোনার থাবায় প্রাণ গেল ৬ জনের। গত কদিনের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, প্রায় রোজই ৪ থেকে ৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। অর্থাত্, আক্রান্তের সংখ্যাটাও গত কদিন ধরেই আড়াই থেকে তিন হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।
এদিনও অবশ্য কিছুটা হলেও স্বস্তির জায়গাটা বজায় রয়েছে। এদিন সুস্থতার সংখ্যা ছিল ৩ হাজার ১২৪, যা আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি। এর ফলে একটা জিনিস নিশ্চিত হচ্ছে, সক্রিয় আক্রান্তের সংখ্যা কোনওভাবেই আর বাড়ছে না। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৭৫৫। উল্লেখ্য কিছুদিন আগেও সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজারের কাছাকাছি। সেই হিসাবে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে, একথা বলাই যায়। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৭ হাজার ১৪৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৯ জন। নমুনা পরীক্ষার সংখ্যা কমবেশি একই জায়গায় থাকছে। এদিন যা ছিল ১৫ হাজার ৩১১। অন্যদিকে, পজিটিভিটি রেট এদিন ছিল ১৬.২৪ শতাংশ।
সারা দেশের পরিস্থিতি অবশ্য ভালো নয়। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। যা বুধবার ছিল ২০ হাজার ৫৫৭ জন। গতকালের তুলনায় অনেকটাই বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৪৫ জনের। বুধবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৪০। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ৮৭০ জন।