উদ্বেগ ও উত্কণ্ঠা বাড়িয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এক সময় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও এখন তা অনেকটাই লাগামছাড়া। তারচেয়েও বড় দুশ্চিন্তা হল মৃত্যু। গত কদিন করোনায় মৃত্যুসংখ্যা কখনও দুই, কখনও তিনজনের মধ্যেই থাকছিল। কিন্তু রবিবার ছুটির দিনে তা চারে পৌঁছে গেল।
এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেই অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৯৬২। উল্লেখ্য, গত তিনদিন ধরেই আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি রয়েছে। এটা কমার কোনও লক্ষণ নেই। তার মাঝে নয়া উদ্বেগ হয়ে দাঁড়াল মৃত্যুর সংখ্যাবৃদ্ধি।
তবে দীর্ঘদিন পর এদিনের পরিসংখ্যানে একটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তা হল, সুস্থতার সংখ্যা গত কদিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে। শনিবার সুস্থতার সংখ্যা ছিল ৬৬২। রবিবার তা বেড়ে হয়েছে ৮৫৩। তবে তাতে সক্রিয় আক্রান্তের সংখ্যায় খুব বড় একটা হেরফের ঘটেনি। এদিন ওই সংখ্যা ছিল ২৩ হাজার ২৬৪। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২২ হাজার ৭৫৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০৮ জন।
আগে থেকেই দেখা যাচ্ছে, দিন দিন বেশি সংখ্যায় মানুষ করোনার উপসর্গ নিয়ে যাচ্ছেন পরীক্ষাকেন্দ্রে। রবিবার ছুটির দিন হওয়ায় সংখ্যাটা শনিবারের চেয়ে কিছুটা কম থাকলেও এখনও যথেষ্ট বেশিই। এদিন তা ছিল ১৭ হাজারের সামান্য বেশি।
যদিও পজিটিভিটি রেট এদিন শনিবারের চেয়ে বেশিই ছিল। শনিবার যা ছিল ১৫.৬৯ শতাংশ, এদিন তা বেড়ে হয়েছে ১৭.৩৬ শতাংশ।