রবিবার রাজ্যে করোনায় একজনের মৃত্যু হওয়ায় দুশ্চিন্তা কিছুটা হলেও বেড়েছিল। কারণ, দীর্ঘদিন হল করোনায় রাজ্য মৃত্যুহীন ছিল। সোমবার অবশ্য করোনার সংক্রমণ যেমন কমেছে, রাজ্যও মৃত্যুহীন ছিল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৭। স্বস্তির খবর, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, সেই সংখ্যা ৩৫। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি হওয়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যাও এক ধাক্কায় অনেকটা কমেছে। এদিন সেই সংখ্যা ছিল ৩৩৬। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩১৩ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন।
নমুনা পরীক্ষার সংখ্যা এদিন অনেকটাই কমেছে। এদিন তা ছিল ৫ হাজার ৫৬৭। পজিটিভিটি রেট ছিল ০.৪৯ শতাংশ।