
বর্ষবরণের প্রথম দিনই পিক-আপ ভ্যানকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে মদবোঝাই গাড়ি। দুর্ঘটনায় মদবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার ধারে। এরপরই ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা মদের বোতল। আর সেই মদের বোতল নিয়ে চম্পট দিল পথচলতি মানুষ। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায়। দুর্ঘটনায় মদবোঝাই গাড়ির চালক ও খালাসি গুরুতর জখম হয়। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষ ও পুলিস।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ৪০৭ গাড়িতে মদ বোঝাই করে কলকাতা থেকে বাঁকুড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষ্ণুপুর থানার বন কামারপুকুরের কাছে উল্টোদিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মদবোঝাই গাড়িটি আচমকাই রাস্তার ধারে উল্টে যায়। গাড়ি থেকে ছড়িয়ে পড়ে অসংখ্য মদের বোতল। স্থানীয় মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ির চালক ও খালাসিকে উদ্ধার করে।
কিন্তু তার আগেই পথচলতি বাইক আরোহী থেকে শুরু করে সাধারণ মানুষ মদের বোতল লুটপাট শুরু করে। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। এরপরও ঘটনাস্থলে পুলিস পৌঁছনোর আগে বেশ কিছুক্ষণ ধরেই চলে লুটপাট। পরে বিষ্ণুপুর থানার পুলিস স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাস্তার ধারে ছড়িয়ে পড়া মদ পাহারার জন্য দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিস।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানান, গলিতে একটি পিক-আপ ভ্যানে ৫ জন বসেছিল। হঠাৎ করেই গলি থেকে বেরিয়ে আসে ওই পিক-আপ ভ্যানটি। সেই সময় তিনি পিক-আপ ভ্যানটিকে সাইড দিতে গিয়ে নিজের গাড়িটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুহূর্তের মধ্যেই সেটি উল্টে যায়।