
শনিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কম। আবহাওয়া (Weather) দফতর সূত্রে খবর, শনিবার বিকেলের পর থেকে কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে দু'দিন ধরে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তার জেরে শনিবার সকাল থেকে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়ার পূর্বাভাস জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
ইতিমধ্যেই আন্দামান নিকোবর দীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে। কেরলে ৪ জুনের কাছাকাছি বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। এমনকি জুনের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গেও বর্ষা আসার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত তাপমাত্রা কমলেও ফের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে কলকাতাবাসীকে।
শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি বীরভূম, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানই শনিবার বৃষ্টিতে ভিজতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।