
মাওবাদীদের নাম করে খুনের হুমকি-চিঠি পাঠানো হল এক প্রধান শিক্ষিকাকে। মঙ্গলবার বিকালে ডাক বিভাগের স্পিড পোস্টের মাধ্যমে মুখবন্ধ খামে ওই চিঠি এসে পৌঁছয় বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডুর কাছে। ওই খামের মধ্যে দুটি কাগজ ছিল। একটি সাদা কাগজের উপর বাংলায় লেখা রয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি তোলা ও ঘুষ নেওয়ার জন্য আপনার মুণ্ডু নেওয়া হবে। অন্য কাগজে একই লেখা রয়েছে ইংরাজিতে। দুটি কাগজেই রাত দেড়টা বলে সময়ের উল্লেখ রয়েছে।
সাদা কাগজের উপর লাল কালিতে লেখা এই দুটি কাগজের নিচে ইংরাজিতে লেখা রয়েছে মাওইস্ট (maoist)। খামের উপরের অংশে প্রেরক হিসাবে নাম লেখা রয়েছে কিষাণ মাণ্ডি। ঠিকানা রয়েছে খড়্গপুরের কৌশলা।
ওই প্রধান শিক্ষিকার দাবি, চিঠিটি পোস্ট করা হয়েছে মেদিনীপুর থেকে। প্রধান শিক্ষিকা এই ধরনের চিঠি আগেও পেয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু কে বা কারা কী উদ্দেশ্যে এই চিঠি দিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি ইতিমধ্যেই পুলিসের নজরে আনা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে বারবার স্কুলের ঠিকানায় এই ধরনের খুনের হুমকি চিঠি আসায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ওই প্রধান শিক্ষিকা ও তাঁর পরিবার।