
এমন দিন আসবে, ভাবতে পেরেছিলেন তিনি? লটারিতে টাকা পাওয়ার কথা শুনে এসেছেন এতদিন। কিন্তু নিজের ভাগ্যে যে শিকে ছিঁড়বে, তা বোধহয় স্বপ্নেরও (dream) অতীত ছিল। কিন্তু না, এবারে আর স্বপ্ন নয়, এবার তিনি সত্যিই কোটিপতি হলেন। সৌজন্যে লটারি (lottery)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার তালদি পঞ্চায়েতের বয়েরসিং গ্রামের রফিক আলি গাজি মঙ্গলবার ৩০০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। তালদি বাজারে একটি লটারির কাউন্টার থেকে তিনি টিকিট কাটেন। সন্ধ্যা হতেই সেই টিকিটের নম্বরে তাঁর এক কোটি টাকা লেগে যায়। সেই আনন্দে আত্মহারা হয়ে তিনি সঙ্গীদের নিয়ে হাজির হন ক্যানিং থানায় (police station)। নিরাপত্তার কারণেই তিনি ক্যানিং থানার দ্বারস্থ হন বলে জানান কোটিপতি রফিক আলি গাজি। পুলিশ-প্রশাসনকে ঘটনাটি লিখিতভাবে জানান।
দীর্ঘদিন ধরেই তাঁর কোনও কর্মসংস্থান ছিল না। কোনও এক সময় তিনি বেসরকারি চিটফান্ডের (cheat fund) এজেন্ট হিসেবে কাজ করতেন। সেখানে তিনি প্রতারণার শিকার হন। আমানতকারীদের কয়েক লক্ষ টাকা নিজস্ব জায়গাজমি বেচে তাদের পরিশোধ করতে হয় তাঁকে। সংসারে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও বাবা-মা রয়েছেন। সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন রফিক। কিন্তু হঠাৎই মঙ্গলবার কোটিপতি হওয়ায় তাঁর সঙ্গে খুশি এলাকাবাসীও।