
বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত সর্দারপাড়ার ঘটনা। বাড়িতে কেউ না থাকার সুযোগে নগদ ও ২০ থেকে ২২ ভরি সোনার গয়না মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকা চুরি।
পরিবার সূত্রে জানা গেছে, ছাদের চিলেকোঠার গ্রিল ভেঙে মূলত ঘরের মধ্যে প্রবেশ করে চোরেরা। তারপর ঘরের একাধিক আলমারি ভেঙে সোনার গহনা ২০ থেকে ২২ ভরি ও নগদ এক থেকে দেড় লক্ষ টাকা চুরি যায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘটল এই ঘটনা। মূলত, পরিবারের সদস্যরা একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন প্রায় ২৫ দিনের জন্য। অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘরে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত সামগ্রী।
খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিস ঘটনাস্থলে আসে। এলাকার স্থানীয় মানুষজন জানিয়েছেন এর আগে এমন ঘটনা ঘটেনি। ফলে আতঙ্কিত এলাকাবাসী।