
ফের বাড়ছে পেট্রোল -ডিজেলের দাম। শনিবার সকাল ৬টা থেকে ১০৭ টাকা 18 পয়সা থেকে বেড়ে পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ০১ পয়সা । ৯২ টাকা ২২ পয়সা থেকে বেড়ে কাল ডিজেলের নতুন দাম ৯৩ টাকা ০১ পয়সা।
চলতি সপ্তাহে এই নিয়ে তিন বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। শুক্রবার প্রতি লিটারে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৭ টাকা ১৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেল ৯২ টাকা ২২ পয়সা ছিল।
জানা গিয়েছে ক্রুড ওয়েলের দাম বৃদ্ধির জন্য এই বৃদ্ধি। যদিও গত কয়েকদিন একই দাম থাকার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ৮৪ পয়সা বেড়েছিল পেট্রোলের দাম, ৮০ পয়সা বেড়েছিল ডিজেলের দাম। এই দাম বৃদ্ধির ফলে ১০৭.১৮ পয়সা, ডিজেলের দাম ৯২.২২ পয়সা ছিল। সূত্রের খবর এই দাম আরও বাড়বে। ফলে আশঙ্কা প্রকাশ করছে পেট্রোল পাম্প ডিলাররা, আগামী দিনে ১২৫ টাকার বেশি হয়ে যেতে পারে পেট্রোলের দাম।