
এপ্রিলের তীব্র গরমে (Heat wave) হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের। তবে শনিবার সকালে সামান্য স্বস্তিতে বাঁকুড়াবাসী। তাপমাত্রার রেকর্ড বলছে, বাঁকুড়া (Bankura) জেলার পারদ ৪৪ ডিগ্রি থেকে নেমে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। শুক্রবার মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বাতাস অনুভব করেছেন বাঁকুড়াবাসী। শনিবার সকাল থেকে কয়েকদিনের তুলনায় গরম সামান্য কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে বাঁকুড়াবাসী যে তীব্র দাবদাহ অনুভব করেছেন, শনিবার তার থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। যার ফলে জেলাবাসী একটু হলেও স্বস্তিতে থাকতে পারবেন। কয়েকদিনের গরমে রীতিমতো হাঁসফাস করছিলেন বাঁকুড়া জেলাবাসী।
শুক্রবারের শীতল হাওয়ায় সামান্য পারদ পতনে, শনিবারে কিছুটা হলেও আস্বস্ত হয়েছেন বাঁকুড়াবাসী। সেখানে তাপমাত্রা শনিবার এবং সোমবার পর্যন্ত নিম্নমুখী থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এখনই গরম কমছে না, বরং পারদ ঊর্ধ্বমুখী হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।