
‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Leaps And Bounds) কোম্পানির অফিসে ডাউনলোড করা ১৬টি ফাইলে লুকিয়ে কোন রহস্য, তা জমা পড়েছে আদালতে। সূত্রের খবর, ওই ১৬টি ফাইলেই রয়েছে কলকাতার সমস্ত হস্টেলের তালিকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। জানা যাচ্ছে, সেই হস্টেলগুলির ঠিকানা হাওড়া-সহ কলকাতা ও শহরতলির একাধিক জায়গার। সূত্রের খবর, মঙ্গলবারই সিল বন্ধ খামে কলকাতা হাইকোর্টে হার্ডকপি জমা দিয়েছে সিএফএসএল। বুধবারই ইডি (ED) দফতরে হাজিরা দিয়েছেন ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির ‘সিইও’ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrjee)।
প্রাথমিকভাবে ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা করেছিল কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টিম। সেখানেও হস্টেলের কথাই উল্লেখ ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেসময়েই নির্দেশ দিয়েছিলেন ১২ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে। সেই মোতাবেক মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেন গোয়েন্দারা।