
'পেলেও আমি পাবো, দিলেও আমি দেবো' লটারিতে কোটি টাকা জেতা প্রসঙ্গে উত্তর দিলেন অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত চলতি সপ্তাহের গত সোমবার সর্বত্র শোরগোল পড়ে যায়, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের লটারিতে কোটি টাকা জেতার খবরে। কিন্তু এ বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনওবারই খোলসা করেননি। তবে লটারি সংস্থার তরফে দাবি করা হয়েছিল, তিনি লটারিতে কোটি টাকা পেয়েছেন। স্বাভাবিকভাবেই দিনভর এটি চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, সোমবার শোরগোল তৈরি হওয়ার পরেই ডেউচাতে আয়োজিত জঙ্গলমহল উৎসব শেষে অনুব্রত মণ্ডলকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, "ওটা পরে হবে"। একইভাবে এই লটারির প্রসঙ্গ মঙ্গলবার এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার বোলপুরের সার্কিট হাউসে পশ্চিমবঙ্গ সরকার নিগম লিমিটেডের একটি বৈঠক ছিল। যে বৈঠক শেষে অনুব্রত মণ্ডলকে এই লটারি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি ফের উত্তর দেন, 'পেলেও আমি পাবো, দিলেও আমি দেবো। তোর জেনে কিছু লাভ আছে?' অনুব্রত মণ্ডলের ফের এমন উত্তরে লটারির টিকিটে জেতা টাকার ধোঁয়াশা আজও থেকে গেল।