
সকাল থেকেই প্রখর রোদের তাপ। বেলা বাড়তেই সূর্যের তাপও বেড়ে চলেছে। গত কয়েকদিন ধরে এমনই গরমে হাঁসফাঁস করছে কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্য়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপাতত বৃষ্টির (Rain) কোনও পূর্বাভাস না থাকায় অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে সূর্যের তীব্র দাবদাহে পুড়বে বঙ্গবাসী। বেশ কয়েকটি জেলায় চলবে তাপপ্রবাহ। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া মুর্শিদাবাদের দু’একটি জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, ও মুর্শিদাবেদের দু’একটি জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বইবে মারাত্মক গরম হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও চলবে তাপপ্রবাহ। তাপমাত্রা বাড়বে দার্জিলিং ও কালিম্পং। তবে কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম বৃদ্ধি পাবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
যে হারে গরম পড়েছে, তাতে বৃষ্টির জন্য অপেক্ষা করে রয়েছেন রাজ্য়বাসী। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। তবে এই বছরে একটু দেরি করে বর্ষা আসবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কবে বাংলায় প্রবেশ করবে বর্ষা, তা এখনও জানায়নি মৌসম ভবন।