
আগ্নেয়াস্ত্র (Firearm) সহ গ্রেফতার (Arrest) হল দুই দুষ্কৃতী। রবিবার, বীরভূমের তারাপীঠ বীরচন্দ্রপুর রাজ্য় সড়কের কাছে ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম সুরজ শেখ ও ভিক্টর শেখ। তাদের দুজনেরই বাড়ি তারাপীঠ থানার সন্ধ্যাজল গ্রামে। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, রবিবার মল্লারপুর থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে তারাপীঠ বীরচন্দ্রপুর রাজ্য সড়কের গ্যাস গোডাউনের কাছে দশ বারো জনের একটি দল ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হয়েছিল। তাদেরকে ধরতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাদের মধ্যে থেকে দু জনকে আটক করতেই তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র ও একটি ভোজালি উদ্ধার করে মল্লারপুর থানার পুলিস। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কি উদ্দেশ্য়ে তারা রেখেছে তার তদন্ত শুরু করেছে।
অন্য়দিকে, ফের মুর্শিদাবাদে বিপুল পরিমাণে বোমা সহ বোমা তৈরীর মশলা উদ্ধার করল সিআরপিএফ-এর ৩১০ ব্যাটেলিয়ান সি/২৩৪ কমান্ড্যান্ট আশিস বিশ্বকর্মা ও ফরাক্কা থানার পুলিস। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত শিবতলা এলাকায়। এই পুরো এলাকার সিআরপিএফ জওয়ান এবং ফারাক্কা থানার পুলিস প্রশাসনের তরফ থেকে মুড়ে ফেলা হয়েছে।