
বাড়ি থেকে ভোরে মাছের আড়তে কাজে যাওয়ার পথে খুন (murder) হলেন তৃণমূল (trinomul) বুথ কমিটির কোষাধ্যক্ষ। মর্মান্তির ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (bishnupur)। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকাহত পরিবার সহ গ্রাম। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনাস্থলে রয়েছে পুলিসবাহিনী।
স্থানীয় সূত্রে খবর, মৃত ওই তৃণমূলকর্মীর নাম মঙ্গল প্রামাণিক। বাবার নাম সাগর প্রামাণিক। বিষ্ণুপুরের ২২২ নম্বর বুথের তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন তিনি। সোমবার বিজেপি কর্মীর হাতে খুন হয়েছেন ওই কর্মী, এমনটাই অভিযোগ পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অভিযুক্তের নাম দেবাশিষ প্রামাণিক। জানা যায়, অভিযুক্ত দেবাশিষের বাড়ি বিষ্ণুপুর থানার কালিপুরে। অভিযোগ, দীর্ঘদিন ধরে পার্টি নিয়ে গণ্ডগোল চলছিল তাঁদের মধ্যে। বছরখানেক আগে দেবাশিষ বিয়ে করে মঙ্গলের ভাইঝিকে। কিন্তু বিয়ের পরেও গন্ডগোল মেটেনি। প্রায় দিনই গন্ডগোল হত বলে অভিযোগ পরিবারের। গতকাল সন্ধ্যাতেও দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয়। সন্ধ্যার পর থেকেই বাড়ির বাইরে ছিল দেবাশিষ। এরপর আজ ভোরে মঙ্গল মাছের আড়তে যাবার পথেই পিটিয়ে খুন করে দেবাশিষ, এমনটাই অভিযোগ।
তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা শুধুমাত্র গ্রাম্য বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তৃণমূল চেষ্টা করছে রাজনীতির রং দেওয়ার। পুলিস তদন্তে নেমেছে। বিজেপির এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিজেপি খুনের রাজনীতি করে না। বরং তাঁদের কর্মীদের দিকে দিকে আক্রমণ করছে তৃণমূল কর্মীরা।
এদিনই বেলা বাড়তে বিষ্ণুপুর থানার পুলিসের কাছে আত্মসমর্পণ করে দেবাশিষ, খবর পুলিস সূত্রে।