
সকাল হতেই আকাশ কালো করে বৃষ্টি (Rain)। সঙ্গে মেঘের গর্জন। যার জেরে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে যায়। আবহাওয়া দফতরের (Weather Update) তরফে সকালেই ১১ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সোমবার সেখানেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই জোড়া ঘূর্ণাবর্ত থেকে উপকূলের জেলাগুলিতে বদ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও জেলাগুলিতে একই পরিস্থিতি অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯.৪ মিমি।