
নেই স্বস্তির বৃষ্টির (Rain) দেখা। তীব্র গরমে নাজেহাল কলকাতাবাসী (Kolkata)। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মৌসম ভবন আরও জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ আর সর্বনিম্ন ৫৬ শতাংশ।