
মন্দিরে চুরির (Theft) ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Agitation)। বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। বাসন্তীর (South 24 Parganas) চুনাখালি গ্রাম পঞ্চায়েতের নাপিতপাড়া এলাকার ঘটনা। এ বিষয়ে প্রশাসনের দারস্থও হয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে নাপিতপাড়ার শনি মন্দিরে চুরির ঘটনা ঘটে। সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয় লোকজন এসে দেখে মন্দিরের তালা, ভাঙা অবস্থায় পড়ে। এমনকি বিগ্রহের গয়না ও প্রণামী বাক্সে রাখা নগদ ৭ হাজার টাকাও চুরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের দারস্থ স্থানীয়রা। তবে কাউকে গ্রেফতার না করতে পারায় সোমবার সকালে স্থানীয়রা নাপিতপাড়ার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
তবে এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিস। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন। পুলিস দুষ্কৃতীদের গ্রেফতারের করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।