
নর্দমা (Drain) থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা-গলা মৃতদেহ (Body) উদ্ধার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) সদর থানার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে কেরানীবাঁধ এলাকায়। মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁকুড়া সদর থানার পুলিস (Police)। পুলিস নর্দমার ঢাকনা সরিয়ে পচা গলা দেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। ইতিমধ্যেই মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
জানা গিয়েছে, এলাকাবাসীরাই প্রথমে নর্দমার ঢাকার ভিতর থেকে পচা দুর্গন্ধ পান। পরে তাঁরা দেখতে পান নর্দমার ভিতরে একটি দেহ পড়ে রয়েছে। স্থানীয়দের অনুমান, এই ব্যক্তিকে কেউ খুন করে নর্দমার মধ্যে ফেলে গিয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, দেহটি উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।