
হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেব কিশোর পাঠকের ওপর দুষ্কৃতী হামলা (Attack)। ঘটনায় গুরুতর আহত (Injured) হন তিনি। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়া ফ্লাইওভারের উপরে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস আসা মাত্রই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত প্রাক্তন কাউন্সিলর ও তাঁর পরিবার।
প্রাক্তন কাউন্সিলর দেব কিশোর পাঠক জানিয়েছেন, শনিবার একটি নিমন্ত্রিত বাড়ি থেকে ফেরার সময় আচমকাই তাঁর ওপর এই হামলা হয়। সশস্ত্র দুষ্কৃতীরা হামলা করে তাঁর মাথা ও কোমরে রড দিয়ে মারে। যার ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন প্রাক্তন কাউন্সিলর দেব কিশোর। এরপর এই ঘটনার খবর পেয়ে পুলিস দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালায়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পুলিস সূত্রে খবর, ইতিমধ্য়ে চার থেকে পাঁচ জন মতো দুষ্কৃতীদের মধ্যে দু'জনকে চিহ্নিত করা গিয়েছে। ঘটনায় অভিযুক্তদের নাম হল হারি তেওয়ারি ও ছোট তেওয়ারি। সম্পর্কে তারা কাকা ভাইপো। এর আগেও তাদের বিরুদ্ধে খুনের মামলা রজু হয়েছিল।