
অ্যাম্বুলেন্সের ধাক্কায় (Accident) মৃত্যু (Death) হলো নবম শ্রেণির পড়ুয়ার। বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় থানার বড়কুড়া স্কুলের ছাত্র (Student Death) সাগর মণ্ডল। স্কুল ছুটির পর সাইকেলে করে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয় সাগর। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে রেফার করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন।
স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, স্কুল ছুটির পর সাইকেলে করে বাঁকুড়া সোনামুখী রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সাগর। সোনামুখী থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স বেপরোয়া ভাবে ধাক্কা মারে নবম শ্রেণির ওই ছাত্রকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি।
প্রাণ বাঁচাতে, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে সকলে ফোন করেন। আর সেই অ্যাম্বুলেন্সের গতি কাড়ল নিষ্পাপ নাবালকের প্রাণ। স্থানীয়রা ওই ঘাতক অ্যাম্বুলেন্সকে আটকে রেখে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর চালায়।