
পুকুর থেকে উদ্ধার (Rescue) এক অজ্ঞাত অপরিচিত মহিলার (Woman) মৃতদহ। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ায়। ঘটনস্থলে রামপুরহাট থানার পুলিস এসে মৃতদেহটি (Deathbody) উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পুকুরে একটি মৃতদেহটি ভাসতে দেখেন তারা। এরপর পুলিসে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রামপুরহাট থানার পুলিস। ঘটনাস্থলে গিয়ে পুলিস মৃতদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ওই মহিলার কোনও পরিচয়পত্র জানাতে পারা যায়নি। বয়স আনুমানিক ৪০-৪২ বছরের। পুলিস অজ্ঞাত অপরিচিত ওই মহিলার পরিচয়পত্র খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার পিছনে কে বা কি কারন রয়েছে তা জানতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিস।