
রাস্তার পাশের জমি থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ (Body)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) খট্টিমারী এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরহাট ক্যাম্পের পুলিস (Police)। পুলিস দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ওই এলকায়। পুলিস সূত্রে খবর, এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশের একটি জমিতে এই দেহটি দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ওই মৃত দেহটি মুখ উল্টো অবস্থায় জমিতে পড়ে ছিল। আর এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় নাজিরহাট পুলিস আউটপোস্টে। শনিবার দিনহাটাতে রাজ্যপালের আগমনের আগেই এভাবে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।