
এ যেন স্বপ্নপূরণ! দীর্ঘদিন ধরে মায়ের ভিক্ষাবৃত্তির জমানো খুচরো পয়সায় স্কুটি কিনলেন ছেলে। ভাবতে অবাক লাগলেও বাস্তবে এই দৃশ্য দেখামাত্রই চক্ষু চড়কগাছ গাড়ির শো-রুমের মালিক থেকে শুরু করে সকল কর্মচারীর। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে শো-রুমের ভিতরে খুচরো পয়সা গোনার কাজ। খুচরো গুনতে কালঘাম ছোটে কর্মচারীদের। শেষমেশ ৭০ হাজার টাকার স্কুটি কিনেই ফেললেন নদিয়ার এক যুবক। মায়ের তিল তিল করে জমানো খুচরো পয়সা বালতি করে বুধবার সকালে এনেছিলেন ছেলে রাকেশ পারেখ।
সকলের সন্তানই গাড়ি চালায়। মা বুলু পারেখেরও ইচ্ছা ছিল, তাঁর ছেলে আর পাঁচটা বন্ধু-বান্ধবের মত মোটর সাইকেল চালাবে। আর তাই ভিক্ষাবৃত্তির সমস্ত জমানো পয়সা ছেলেকে দিলেন গাড়ি কিনতে। ভিক্ষাবৃত্তি করে রোজ এক টাকার কয়েন জমিয়ে রাখতেন। অবশেষে স্বপ্নপূরণ। কৃষ্ণনগর পালপাড়ার একটি শো-রুমে চারচাকা গাড়ি ভাড়া করে বালতি ভর্তি খুচরো পয়সা নিয়ে গিয়ে স্কুটি কিনলেন বুলুদেবীর ছোট ছেলে রাকেশ পারেখ। গাড়ি কিনতে পেরে খুব খুশি রাকেশ।
বাড়িতে স্কুটি নিয়েই প্রথমে মাকে চাপাবেন, এমনটাই শখ গুরুদেবের সন্তান রাকেশের। সবশেষে একটা কথাই রাকেশ জানান, "মায়ের কাছে আমি চিরঋণী। আমি ভাবতে পারিনি মা ভিক্ষা করে আমার শখ পূরণ করবে।"