
দফায় দফায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম। শনিবার সকাল থেকে হালকা বৃষ্টি (Rain) হলেও বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। পাশপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধিরও কোনও পূর্বাভাস নেই।
কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-ওক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৯০ শতাংশ।