
রাজ্যে লগ্নি আনতে দুবাই ও স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। বার্সালোনায় গিয়ে বাণিজ্য সম্মেলনেও যোগ দিয়েছেন তিনি। তারই মধ্যে সুখবর। এবার রাজ্যের ভান্ডারে আসতে চলেছে অতিরিক্ত অর্থ। নবান্ন সূত্রে খবর রাজ্য সরকারকে ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাঙ্ক।
জানা গিয়েছে, বিশ্বব্যাঙ্ক থেকে যে অর্থ পাওয়া যাবে তার বেশিরভাগটাই রাস্তার উন্নতিতে ব্যবহার করা হবে। এছাড়াও পঞ্চায়েত স্তরেও একাধিক উন্নতি করা হবে। এবিষয়ে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, বিশ্বব্যাঙ্ক থেকে টাকা আসার খবর থাকলেও সেই টাকা কীভাবে খরচ হবে সেবিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় অভিযোগ করেছেন টাকার অভাবে একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। নবান্ন সূত্রের খবর, বিশ্বব্যাঙ্কের তরফে ঋণ হিসেবে টাকা পাওয়া গেলে একাধিক অসমাপ্ত কাজ শেষ করা সম্ভব হবে।
ইতিমধ্যে রাস্তাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। প্রকল্পের জন্য ইতিমধ্যে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কাজের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে নদিয়া জেলা।