
ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে 'হামলা'র ৪৮ ঘণ্টার মধ্যেই ওই ঘটনার তদন্তভার নিল সিআইডি (CID)৷ ঝাড়গ্রামের পুলিশ সুপার (SP) অরিজিৎ সিনহা এ কথা জানিয়েছেন। ওই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে আছেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের সভাপতি রাজেশ মাহাতো এবং আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো। মোট ১৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। রবিবার রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ নিশিকান্ত মাহাতো নামে আরও একজনকে আটক করেছে।
শুক্রবার ঝাড়গ্রামে নবজোয়ার যাত্রা করেন অভিষেক। সেখান থেকে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে তাঁর কনভয় আক্রান্ত হয়। অল্পবিস্তর আহত হন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এই ঘটনায় অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজকে ক্লিনচিট দিলেও শুরু হয়েছে ধরপাকড়।
গত কয়েক মাস ধরে টানা আন্দোলন করছেন কুড়মিরা৷ তাঁদের দাবিদাওয়ার মধ্যে রয়েছে কুড়মালি ভাষার স্বীকৃতি, জনজাতির তালিকাভুক্তি৷ সারা ভারত কুড়মি সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো জানিয়েছেন, তাঁদের আন্দোলন চলবে।