
বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামের ঘটনা। হঠাৎই ঘরের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম আতাউল শেখ। পাশাপাশি বোমায় হাত উড়ে গিয়েছে সুজন গাজি নামে বছর ২৫-এর এক যুবকের। ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। আরও বেশ কয়েকজন গুরুতর জখম হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিসের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই বিস্ফোরণ কেঁপে ওঠে দক্ষিণ বাঁকড়া গ্রাম। ঘরের মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। বেশ কিছু বোমার মশলা মজুদ ছিল ঘরেই। সেখান থেকেও এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিসের। আবার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কিছুদিন আগেই গ্রামের একটি পুকুরের ঘাট সংস্কার নিয়ে বিবাদে জড়িয়ে ছিল দুই ঠিকাদার সংস্থা। তার জেরেই বোমা বিস্ফোরণ নয় তো, উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। ঘটনার পর থেকে বোমায় জখম যুবক পলাতক। ঘটনাস্থলে চলছে পুলিসের টহলদারি। এর সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় পাওয়া যায়নি। এলাকায় আরও কোনও বোমা মজুদ রয়েছে কিনা তল্লাশি শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিস।