
বন্যা (Flood) পরিস্থিতি সামাল দিতে উত্তরবঙ্গে (North Bengal) বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন (Nabanna)। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক-সহ অন্যরাও উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখবেন। থাকবেন কৃষি ও সেচ সচিবরাও। টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।
টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক নদীতে জলস্তর বাড়ছে। জলমগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। এবার নবান্ন থেকে উত্তরবঙ্গে যাবে স্পেশাল টিম।
রবিবার সকালে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, তিনি নিজে গোটা পরিস্থিতি মনিটরিং করছেন। মুখ্যসচিবও উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন।