
দশ হাজার টাকার বিনিময়ে কন্যাসন্তানকে বিক্রি? এমনই অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার চকঅনন্ত গ্রামের ঘটনা।
এ যেন কেঁচো খুড়তে কেউটে। ডেবরার চকঅনন্ত গ্রামে গতকালই এক গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকেই নিঁখোজ হয়ে যান ওই গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে সেই ছবি ভাইরাল হয়। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল)। জানা গেছে, দুই সন্তানকে স্বামীর কাছে রেখে বাইরে কাজে গিয়েছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, ওই গৃহবধূ বাড়ি ফিরলে তাঁকে নিয়ে সালিশি সভা বসায় গ্রামের মোড়লরা। সেখানে মোড়লদের নিদান ছিল, মাথা ন্যাড়া করে শিক্ষা দেওয়া হোক ওই মহিলাকে। সেই মতো মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে।
এরপরই ডেবরাতে এক বধূর সন্তান বিক্রির অভিযোগ সামনে আসে। গোটা বিষয় নিয়ে খোঁজ করতেই জানা গেল, আর্থিক অনটনের মাঝেই ওই গৃহবধূর কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছে স্বামী সাগর সিং। দিন আনা দিন খাওয়া সংসারে অভাব নিত্যসঙ্গী, তাই কি সন্তান বিক্রির সিদ্ধান্ত? প্রশ্ন গ্রামবাসীদের।
প্রসঙ্গত, ওই গৃহবধুর স্বামী সাগর সিং মাস চারেক ধরে অসুস্থ। ওই গৃহবধূর ২ টি সন্তান রয়েছে। পুত্রসন্তানের বয়স ৭ বছর, কন্যাসন্তানের বয়স ৩ বছর। দিন পনেরো আগেই রোজগারের তাগিদে ওই গৃহবধূ অন্যত্র চলে যান। এরপরেই গৃহবধূর মা ডেবরার চকঅনন্ত গ্রামে এসে নিয়ে যান পুত্রসন্তানকে। এরপরই সাগর মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে তার ৩ বছরের কন্যা সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।