
প্রায় এক কোটি টাকার হেরোইনসহ (Heroin) গ্রেফতার (Arrest) দুই পাচারকারী। বাদুড়িয়া থেকে ধৃতদের গ্রেফতার করলো এসটিএফ। ঘটনাটি ঘটেছে রবিবার, বসিরহাটের (Basirhat) বাদুড়িয়া থানার অন্তর্গত আধারমানিক পোস্ট অফিস মোড়ে। পুলিস সূত্রে খবর, ধৃতরা হলেন, বসিরহাটের বাসিন্দা নাসিরুদ্দিন গাজী ও বনগাঁর বাসিন্দা অতনু সাহা।
পুলিস সূ্ত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাজ্য পুলিসের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর যায়, দুই পাচারকারী প্রচুর হেরোইন পাচার করার চেষ্টা করছে। সেই সময় তারা অভিযান চালিয়ে বাদুড়িয়ার আধারমানিক পোস্ট অফিস মোড়ের আধারমানিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে থেকে দুই পাচারকারীকে হেরোইন সহ গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। দু'জন অভিযুক্তকে গ্রেফতার করে এসটিএফ বাদুড়িয়া থানার হাতে তুলে দেয়। বাদুড়িয়া থানা ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য, এত বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হওয়ায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বাদুড়িয়া জুড়ে। তবে এই ঘটনার সঙ্গে অন্য কোনও বড় পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।