
নদীয়ায় ভোট গণনা কেন্দ্রের সামনে জ্ঞান হারালেন রানাঘাটের বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকার (Jagananath Sarkar)। ভোট গণনা কেন্দ্রে পুলিসের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই এমন ঘটনা ঘটে। তারপর তাঁকে তড়িঘড়ি ধরে ফেলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। সাংসদকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে নিয়ে গেলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা।
সূত্রের খবর, নদীয়ার (Nadia) শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে হচ্ছিল ভোট গণনা প্রক্রিয়া। সেই ভোট গণনা কেন্দ্র থেকে অভিযোগ আসছিল শাসক দল ভোট লুট করবে বলে সেখানকার কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে সাংসদ জগন্নাথ সরকার। তবে তাঁকে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তারপরেই তিনি এই বিষয়ে গণনা কেন্দ্রের বাইরে থাকা জেলার অতিরিক্ত পুলিস সুপার রুপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কোভিদ মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। কথা শেষে তিনি সাংবাদিকদের সক্ষাত্কার দেওয়ার সময়ই অসুস্থ হয়ে পড়েন।
এমনকি সাংবাদিক সাক্ষাৎকারের সময় তিনি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিলেন ঠিক সময়ে ভোট গণনা শুরু না হওয়ায় জন্য। তিনি এই বিষয়ে বিডিও ও প্রশাসনকে অপদার্থ বলেও কটাক্ষ করেছেন। এমনকি তিনি চিৎকার করে বলেছেন, এই সমস্ত অপদার্থদের সাসপেণ্ড করা উচিত। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।