
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এক দফাতেই হবে ভোট। ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করেন।
কমিশনের পক্ষ থেকে বলা হয়, মাঝে এক মাস সময়। ৯ জুন থেকে মনোনয়ন জমা শুরু করতে পারবেন প্রার্থীরা। ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১১ জুলাই ফল ঘোষণা। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন।
দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে টালবাহানা চলছিল। রাজ্যপালের অনুমোদন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে রাজ্য। এবার রাজ্যের নোটিস পাওয়ার পর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করলেন নতুন মুখ্য কমিশনার রাজীব সিনহা।