
লরির ধাক্কায় মৃত্যু (Death) হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার, এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের বাগডাঙ্গা মজুমদার পাড়া এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতার নাম আনসুরা বিবি (৩২) এবং আহতের নাম পিন্টু শেখ (২৬)। দু'জনের বাড়ি বাগডাঙ্গা এলাকাতে। ঘটনার খবর পেয়ে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় পাঠায়। এই ঘটনায় ব্য়পক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন দুুপুর বেলায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছিল পিন্টু। সেই সময় হঠাৎ ডোমকল থেকে কুশাবাড়িয়াগামী একটি লরি দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ওই লরিটি পিন্টু শেখকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার করছিলেন আনসুরা বিবি। তাঁকেও ধাক্কা মারে লরিটি। আনসুরা বিবি রাস্তার উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে গিয়ে আনসুরা বিবিকে উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্য়ে পুলিস ঘাতক লরিটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।