
চলতি পথে এক ব্যাঙ্ক (Bank) কর্মীকে আটকে মারধর করে টাকা ছিনতাই (Robbery)-এর অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেওয়ানহাট টোপামারি এলাকায়। জানা গিয়েছে, ব্যাঙ্ক কর্মীর নাম দিবাকর সরকার। অভিযোগ, তাঁর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা সহ তাঁর ল্যাপটপ, মোবাইল সমস্তটাই ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ব্যাঙ্ক কর্মী দিবাকর সরকার দেওয়ানহাট স্টেট ব্যাঙ্ক শাখায় কর্মরত। ২০১৮ সাল থেকে তিনি প্রতিদিনই ব্যাঙ্কে যাওয়া আসা করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও বলরামপুর তাঁর বাড়ি থেকে ব্যাঙ্কের উদ্দেশ্যে তিনি বের হন। সেই সময় টোপা মারি আমতলা এলাকায় একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়েছিল। তারপর একজন তাঁকে বাঁশ দিয়ে মেরে বাইক থেকে ফেলে দেয়। এরপর তাঁর কাছ থেকে তার মোবাইল ফোন সহ ব্যাগে থাকা ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া সাড়ে ৭ লক্ষ টাকা এবং ল্যাপটপ সমস্তটা ছিনিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁর বুকে আঘাত করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পরবর্তীতে স্থানীয়রা ও বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ইতিমধ্যেই পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর আতঙ্কে রয়েছে ব্যাঙ্ক কর্মীর পরিবার।