
সকাল থেকে রোদের দাপট। তার উপর আর্দ্রতাজনিত অস্বস্তি গোটা রাজ্যজুড়ে (Bengal)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই পরিস্থিতি চলতে থাকবে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন (Weather Update) হতে পারে। উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুজায়ই, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারেও জেলাগুলিতে একই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা ও আশপাশের এলাকার আকাশ শুক্রবারও আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উল্লেখ্য, এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এহং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এছাড়া সোমবার একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এরফলে রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।