
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু নাইজেরিয়ান ফুটবলারের। সময় মতো রেল আধিকারিকরা তাঁকে উদ্ধার করলে, বাঁচানো যেত ফুটবলারের প্রাণ, দাবি প্রত্যক্ষদর্শীদের। রেলের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা যায়, নাইজেরিয়ান মৃত ফুটবলার বছর ২৪ শের এন গেসান। শনিবার ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গাঁধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। এরপর ২ ও ৩ নম্বর লাইনের মাঝখানে পড়ে যাওয়ার পর কোনওক্রমে নিজের চেষ্টায় গাঁধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন। তাঁকে আশ্রমের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি আহত অবস্থায় নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টা দুয়েক বেঁচে থাকার পরেই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিস।
ঘটনার পরই ক্ষোভে স্থানীয়রা। রেল যাত্রী ও স্থানীয় একটি অংশের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তা হলে হয়তো বাঁচানো যেত গেসানকে। তবে এ ব্যাপারের রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।