
'পরের বার আমাকে গ্রেফতার করা হবে।' ঠিক এমনই আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন অভিষেকের। সোমবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়ের। এদিন তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি।
তৃণমূল সাংসদের বক্তব্য, 'আমাকে বারবার তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরার নামে হেনস্থা করা হচ্ছে। প্রতিবার নয় ঘণ্টা করে জেরা করা হচ্ছে।' এমনকী, অভিষেক জানাচ্ছেন, 'পরের বার আমাকে গ্রেফতার করা হবে। আমি প্রচার করছিলাম, সেই অবস্থায় সমন জারি করে। পরের দিন সকালে জেরায় তলব করা হয়েছে। আমি জেরায় যোগ দিয়েছি। তারপরও হেনস্থা করা হচ্ছে।' এই মামলা বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানালেন অভিষেকের আইনজীবী।
পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ না করারও আর্জি জানান আইনজীবী সিংভি। কিন্তু, এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ অভিষেকের সুরক্ষাকবচের কোনও উল্লেখ করেনি। এজলাসে কেন্দ্রীয় এজেন্সির তরফে উপস্থিত এস ভি রাজু পরবর্তী শুনানির দিন জিজ্ঞাসা করেন। জানা যায়, আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায় ছিল, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই বা ইডি। পাশাপাশি, তাঁকে ২৫ লক্ষ জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে সিবিআইকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছিলেন অভিষেক। যদিও অভিষেক সিবিআইয়ের দেওয়া সময়ে হাজির হয়েছিলেন। এবং তদন্তে পূর্ণ সহায়তা করেছেন বলে সাংবাদিক দের জানিয়েছেন।