
মোটর বাইক কেনার টাকা না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ। শুক্রবার রাতে বসিরহাট (Basirhat) থানার অন্তর্গত পাইকারডাঙ্গা গ্রামের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি (Death Body) উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অন্যদিকে অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। যদিও এই খুনের বিষয় নিয়ে এখনও পর্যন্ত বসিরহাট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। জানা গিয়েছে, মৃত মায়ের নাম মালবিকা সরকার। ঘটনায় অভিযুক্ত ছেলের নাম প্রসেনজিৎ সরকার। বসিরহাটের পাইকারডাঙ্গা গ্রামের বাসিন্দা তাঁরা। মৃতা পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ছেলে প্রসেনজিৎ সরকার ও ছেলের বউয়ের সঙ্গে প্রায়ই সংসারে অশান্তি গণ্ডগোল চলতো। তাই মায়ের কাছে প্রায়ই চাহিদা মতো টাকা চাইতো ছেলে প্রসেনজিৎ সরকার। সেই টাকা দিতে না পারায় মাঝেমধ্যেই মায়ের উপরে অত্যাচার চালাত ওই যুবক। কয়েকদিন আগেই মালবিকা সরকার তিনটি গরু বিক্রি করেছিলেন। এরপরেই ছেলে প্রসেনজিৎ সরকার গরু বিক্রি করা টাকা দিয়ে মোটরবাইক কিনবে বলে জানায় মালবিকাকে। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে মা মালবিকা সরকার। স্থানীয়দের দাবি, টাকা না দেওয়ার কারণেই শুক্রবার অশান্তি চরমে উঠে যায়। ছেলে প্রসেনজিৎ সরকার তার মা মালবিকা সরকারকে ব্যাপক মারধড় করে ঘরে মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে খুন করে মাকে, এমনটাই দবি স্থানীয়দের। আর এই ঘটনার কথা জানতে পেরেই স্থানীয়রা পুলিসে খবর দেয় স্থানীয়রা।
তবে শুধুমাত্র মোটর বাইকের টাকা না দেওয়ার জন্যই কি ছেলের হাতে খুন হতে হলো মাকে! নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিস।