
নকশালবাড়ির বিজয়নগরে একটি চা বাগানে হঠাত্ চিতাবাঘের হামলা। যার ফলে জখম দুই যুবক। আহতরা হলেন অভিষেক লাকরা (২৩) ও শঙ্কর মুন্ডা (২৪)। জানা গিয়েছে, বিজয় নগর চা বাগানে ঘুরতে আসেন পাহাড়গুমিয়া রাইকোঠা লাইনের দুই যুবক। তাঁদের অজান্তেই একটি চিতাবাঘ হামলা চালায়। এই ঘটনায় জখম সেই দুই যুবক।
তাঁরা সম্পর্কে জামাইবাবু এবং শ্যালক। তাঁরা কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলে চলে যায় চিতাবাঘটি। যার ফলে দু'জনেই গুরুতরভাবে আহত হয়েছেন। একজনের আঘাতের পরিমাণ বেশি। স্থানীয়রা ২ যুবককে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
এই ঘটনায় আহত এক যুবক জানান, 'তারা যে বাগানে গিয়েছিলো সেখানের আশপাশে চিতাবাঘ আছে কিনা সেটা জানা ছিলো না।' জামাইবাবুর তুলনায় শ্যালকের বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানান।