
ফের পারদ নিম্নমুখী। কলকাতা (Kolkata) ও তার পার্শ্ববর্তী এলাকায় শীতের (Winter) হালকা আমেজ থাকবে আগামী ৪৮ ঘণ্টা। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা। আবহাওয়ার (Weather) এই খামখেয়ালিপনা থাকছে। ভোরের দিকে শীত, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে গরমের অনুভূতি বজায় থাকবে আগামী ৪৮ ঘণ্টায়। দুই বঙ্গে হাওয়ার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় যেখানে সোমবারের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার প্রেম দিবসে কমে হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সারা বাংলাজুড়েই এই পরিস্থিতি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ৪৮ ঘণ্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রির মতো।
হাওয়া অফিস সূত্রে খবর, ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।