
হু হু করে বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। তবে কিছুদিন আগেই কেন্দ্র এবং রাজ্যের তরফে সেই মূল্য কিছুটা কমানো হয়েছে। বলা চলে, বর্তমানে সেই দাম নাগালের মধ্যে না থাকলেও মানুষকে বর্ধিত মূল্যই দিতে হচ্ছে। এরই মধ্যে আবার কেরোসিন তেল মেশানোর অভিযোগে তোলপাড় নদিয়া জেলা।
নদিয়া জেলার কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্পের ডিজেলে কেরোসিন তেল মেশানোর অভিযোগ ওঠে। ওই পেট্রোল পাম্প থেকে ডিজেল নেওয়া একাধিক ব্যক্তির অভিযোগ, ডিজেলে কেরোসিন তেল মেশানো রয়েছে। আর এই অভিযোগে শুক্রবার রাতে ওই পেট্রল পাম্পে প্রতিবাদ জানান একাধিক গ্রাহক। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে আসে পুলিস। কথা বলা হয় পেট্রোল পাম্পের মালিকের সঙ্গে।
গ্রাহকদের দাবি, কল্যাণীতে এত পেট্রোল পাম্প থাকতেও তাঁরা এই পাম্প থেকেই তেল নেন। কারণ, এই পেট্রোল পাম্পের সুনাম রয়েছে। কিন্তু কয়েকদিন যাবত দেখা যাচ্ছে, এই পেট্রোল পাম্পেরই তেল ভরে বড় গাড়ির সমস্যা দেখা দিচ্ছে। সন্দেহ হলে শুক্রবার বেলায় তেল নিয়ে যাচাই করতেই দেখা যায়, ব্যারেলের ডিজেলে কেরোসিন তেলের গন্ধ। আর এতেই হইচই কাণ্ড বেধে যায়। খবর পেয়ে একের পর এক ক্রেতা ভিড় জমান ওই পাম্পে এবং প্রতিবাদ জানান।
যদিও পেট্রোল পাম্পের মালিক জানান, এই বিষয়টি তাঁর জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস। অভিযোগ থাকলেও তা প্রমাণিত হয়নি এখনও।