
আবার যেন ফিরে এসেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার বৃষ্টির দেখা মেলেনি শহর কলকাতায়। মঙ্গলবারও সকাল থেকে রোদের দাপট। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সম্ভাবনায় শনিবার থেকে আবহাওয়ায় ফের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের আট জেলায় কোথাও না কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। সোমবার যা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ।