
সকাল থেকে বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Update)। তবে রোদের দাপট কিছুটা কমেছে কলকাতা (Kolkata) সহ আশেপাশের এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে নেই বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী দিন তিনেক তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন সূত্রে আরও খবর, আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও আশেপাশের আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২২.২ মিমি।