
বিকেল হলেই নামছে স্বস্তির বৃষ্টি। কিন্তু সকাল থেকেই রোদের দাপট রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ঘাটতি রয়েই গিয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বরং দক্ষিণবঙ্গের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি অপেক্ষা করছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি ছয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
পাশাপাশি মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।