
সকাল থেকে মুখভার আকাশের। পুজোর আগেই বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসীর। বৃহস্পতিবার সকাল থেকেই হয়ে চলেছে মুষলধারে বৃষ্টি। যার জেরে তাপমাত্রা অনেকটা কম। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোসাগর এবং ওড়িশা উপকূলের উপরে একটি নিম্নচাপ অবস্থান করেছে। ধীরে ধীরে তা উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন বঙ্গে চলবে বৃষ্টিপাত। যার কারণে রাজ্য়ে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। নিম্নচাপের জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, মূর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জন্য় হাওয়া অফিসের তরফে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মত্স্য়জীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পড়বে নিম্নচাপের প্রভাব। বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদুত্ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত।